দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী  এ মেয়াদ বৃদ্ধির মেয়াদ তৃতীয় দফায় বাড়ানো হলো ।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির লেনদেন আরও ১৫ দিন বন্ধ থাকবে। প্রথম দফায় ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। পরে ২৩ অক্টোবর থেকে দ্বিতীয় দফায় কোম্পানিটির লেনদেন বন্ধ থাকে ।

আরও জানা যায়, ‘কোম্পানিটি স্বেচ্ছায় তালিকাচ্যুত হতে চাই’এ খবরে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়লে কিংবা কমলে বিনিয়োগকারী কিংবা কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে- এই কারণেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

দ্য রিপোর্ট/এএস /৮ নভেম্বর,২০২০