দ্য রিপোর্ট প্রতিবেদক: সূচক ও লেনদেনের সামান্য উত্থানে শেষ হয়েছে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারের  লেনদেন। তবে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।  

সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯২৮ পয়েন্টে। অন্যদিকে, ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১১২১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১৭১৯ পয়েন্টেঅবস্থান করছে ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, দর কমেছে ১৩৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৭টির।

আজ টাকার পরিমাণে ৮৮১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিটলেনদেন হয়েছে যা আগের দিন থেকে ৯৪ কোটি ৬৭ লাখ টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪১৪৩ পয়েন্টে। এদিন সিএসইতে ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১০টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর। সোমবার সিএসইতে ২৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দ্য রিপোর্ট/এএস/৯ নভেম্বর,২০২০