দ্য রিপোর্ট প্রতিবেদক: মাহমুদউল্লাহ রিয়াদের পরে এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ বিশ্বাস। মুমিনুলের সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তার সহধর্মিনী ফারিহাও। এখন সপরিবারে আইসোলেশনে থাকতে হচ্ছে মুমিনুলদের।

সোমবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মুমিনুল। আজ সেটির ফলাফলে তার করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।

সম্প্রতি আয়োজিত হয়ে যাওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলেছেন তিনি। তারপরেও অনুশীলন মিরপুর স্টেডিয়ামে তার যাওয়া-আসা ছিল। আগামী ২০ নভেম্বর থেকে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। তার আগে ১২ নভেম্বর হবে খেলোয়াড় ড্রাফট। এই টুর্নামেন্টেও মুমিনুলের অংশগ্রহণ নিয়ে জেগেছে শঙ্কা।

বাংলাদেশ জাতীয় দলের মধ্যে প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই সপ্তাহেই করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর এবার এই মহামারী ভাইরাস হানা দিলো টেস্ট অধিনায়ক মুমিনুলকে।

(দ্য রিপোর্ট/আরজেড/১০নভেম্বর, ২০২০)