ফুটবল মাঠে ৫০ জনকে গলা কেটে হত্যা
দ্য রিপোর্ট ডেস্ক: আফ্রিকার দেশ মোজাম্বিকে আরও ৫০ জনের শিরশ্ছেদ করেছে জঙ্গিরা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, ক্যাবো ডেলগাডো এলাকায় কয়েক দিন ধরে হানা দিয়ে ৫০ জনের মাথা কেটেছে চরমপন্থি মুসলিম জঙ্গিরা।
এর আগে গত ৫ই নভেম্বর দেশটির বিদ্রোহকবলিত উত্তর-পূর্ব অঞ্চলে একইভাবে ২০ জনকে হত্যা করা হয়। জঙ্গিরা স্থানীয় একটি ফুটবল মাঠকে ‘মৃত্যুদণ্ড কার্যকরের’ স্থান হিসেবে ব্যবহার করেছে। সোমবার হামলার সময় গ্রাম থেকে যারা পালাতে চেয়েছেন, তাদের ধরে ধরে ফুটবল মাঠে নেয়া হয়। অন্য কয়েকটি গ্রামে আরও কয়েকজনকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চরমপন্থিরা সাধারণ মানুষের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। মানুষ জঙ্গলে পালিয়ে গেছে। সেখান থেকে তাঁদের ধরে এনে মাথা কেটে হত্যা করা হয়েছে।
ক্যাবো ডেলগাডো অঞ্চলে তিন বছর ধরেই চরমপন্থীরা তাণ্ডব চলছে। তাদের অভিযোগ, জাতীয় সরকার এ অঞ্চলকে অবহেলা করছে। এই চরমপন্থিদের সঙ্গে আইএসের যোগাযোগ আছে বলে পুলিশ জানিয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১১নভেম্বর, ২০২০)