দ্য রিপোর্ট ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন দেশের বিশিষ্ট জাদুশিল্পী জুয়েল আইচ। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত ৪ নভেম্বর শরীরের জ্বর অনুভব করেন জুয়েল আইচ। জ্বরের মাত্রা বাড়তে থাকায় কোভিড-১৯ পরীক্ষা করান। ফলাফল পজিটিভ পান।

সোমবার (৯ নভেম্বর) শরীরের অবস্থার অবনতি হলে দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রেখেছেন। জানা গেছে, জুয়েল আইচের জ্বর ও কাশি রয়েছে।

দীর্ঘদিন ধরেই জুয়েল আইচ ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।

এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন জুয়েল আইচের স্ত্রী ও মেয়ে। বর্তমানে তারা সুস্থ আছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১১নভেম্বর, ২০২০)