দ্য রিপোর্ট প্রতিবেদক: সূচকের পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারের লেনদেন শেষ হয়েছে। এদিন, সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে ৫০ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৮৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১১১৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১৭১০ পয়েন্টে অবস্থান করছে।দিনশেষে লেনদেন হয়েছে ৯৭৫ কোটি ২৬ লাখ ৯৩ হাজার টাকা। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টির।

অন্যদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪৩৪ পয়েন্টে।শেষে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৭ লাখ ৭৮ হাজার টাকা। দিনভর লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

দ্য রিপোর্ট/এএস/১১ নভেম্বর,২০২০