ব্লক মার্কেটে লেনদেন ২৩ কোটি টাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ৩১ কোম্পানির মোট ৪৪ লাখ ৯ হাজার ৬০৭টি শেয়ার লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ব্লক মার্কেটে ৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। সন্ধানী ইন্স্যুরেন্স ৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং প্রভাতি ইন্স্যুরেন্স ২ কোটি ৮লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা দশের অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, আনোয়ার গ্যালভানাজিং, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স,বিডি ফিন্যান্স, বেক্সিমকো ফার্মা, ঢাকা ডাইং এবং ডিবিএইচ।
দ্য রিপোর্ট/এএস/১১নভেম্বর,২০২০