দ্য রিপোর্ট প্রতিবেদক: বুধবার ১১ (নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমেকা ফার্মা লিমিটেড। এদিন কোম্পানিটি  মোট ৮৩ লাখ ১৭ হাজার শেয়ার হাতবদল করেছে  যা আর্থিক মূল্যে  ১১২ কোটি ৬৮ লাখ টাকা ।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ২১লাখ ৭৮ হাজার ৫৫০টি শেয়ার লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ২৮ কোটি ৭৯ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।কোম্পানিটির ২ কোটি ৪৮ লাখ ৫০হাজার ইউনিট লেনদেন হয়েছে যার বাজার মূল্য ১৭ কোটি ৭১ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা শীর্ষ দশের অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ও গ্রামীন স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড।

দ্য রিপোর্ট/এএস/১১ নভেম্বর,২০২০