হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অপূর্ব
দ্য রিপোর্ট প্রতিবেদক: অবশেষে বাসায় ফিরেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ১১ নভেম্বর, বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে ডিসচার্জ করা হয়। এরপর নিজের বাসায় গিয়েছেন অপূর্ব।
গত ৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন অপূর্ব। তিনি মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তবে নিবিড় চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, অপূর্বর শরীরে এখন আর কোনো জটিলতা নেই। তিনি এখন প্রায় সুস্থ। তবে অপূর্বকে বিশ্রাম নিতে হবে অন্তত দুই সপ্তাহ। এরপরই তিনি কাজে ফিরতে পারবেন।
গত মাসের শেষ দিকে অপূর্ব অংশ নেন শিহাব শাহীনের ‘যদি…কিন্তু…তবুও’-এর শুটিংয়ে। তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর করোনা টেস্ট করা হলে তার রেজাল্ট পজিটিভ আসে। প্রথম দিকে বাসায় থেকে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এক পর্যায়ে তাকে আইসিইউতে পর্যন্ত নেওয়া হয়েছিল। তবে অবশেষে অপূর্ব সুস্থ হয়ে ওঠায় তার ভক্ত এবং সহকর্মীরা আনন্দিত।
(দ্য রিপোর্ট/আরজেড/১১নভেম্বর, ২০২০)