শেষ কার্যদিবসে সূচক,লেনদেন,দর - সবকিছুতেই উত্থান
দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। অন্যদিকে, লেনদেন হয়েছে ৯৮৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার টাকা। যা গতকালের চেয়ে ১২ কোটি ৮০ লাখ ৫ হাজার টাকা বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন, হাতবদল হওয়া৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে১৪৭টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭টির শেয়ার।
অন্যদিকে, বৃহস্পতিবারদিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৭০ পয়েন্টে। দিনভর হাতবদল হওয়া ২৬৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির। দিন শেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা।
(দ্য রিপোর্ট/ এএস/ ১২নভেম্বর, ২০২০)