দ্য রিপোর্ট ডেস্ক: হালকা চোট থাকায় বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলা নিয়ে শঙ্কা ছিল লিওনেল মেসির। তবে সেটাকে উড়িয়ে এ তারকা নামেন মাঠে। কিন্তু নিজেকে খুব একটা মেলে ধরতে পারেনি। যার খেসারতও দিয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠে টানা দুই জয়ের পর এবার দলটি হারাল পয়েন্ট।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে বুয়েন্স আইরেসের আলবের্তো হোসে আরমান্দো স্টেডিয়ামে শুরুতে ছন্দহীন ছিল আর্জেন্টিনা। তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে প্যারাগুয়ে শিবিরে আক্রমণ করে দলটি। কিন্তু জয়সূচক গোলের দেখা পায়নি দলটি। শেষ পর্যন্ত তাই ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লিওনেল স্কালোনির দলের।

ঘরের মাঠে বৃহস্পতিবার ম্যাচের ২১তম মিনিটে পেছনে পড়ে আর্জেন্টিনা। সে সময় আনহেল রোমেরোর সফল স্পট কিকে এগিয়ে যায় প্যারাগুয়ে। আলমিরন বাঁ দিক থেকে ড্রিবল করে ডি-বক্সে ঢোকার পর তাকে ডিফেন্ডার লুকাস মার্তিনেস ফাউল করলে পেনাল্টিটি পায় সফরকারীরা। এদিকে ম্যাচের ২৯তম মিনিটে পিঠে চোট পেয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার এসেকিয়েল পালাসিওস। বদলি নামেন টটেনহ্যাম হটস্পার জিওভানি লো সেলসো। তারপরও খুব একটা সমস্যায় পড়েনি দলটি। তাইতো ম্যাচের ৪১তম মিনিটে গনসালেসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এ গোলে অবদান রাখেন সেলসো। তার কর্ণারে দারুণ হেড করে প্রতিপক্ষের জালমুখ খোলেন গনসালেস। এর চার মিনিট পর এগিয়েও যেতে পারতো স্কালোনির শিষ্যরা। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগো দে পলের জোরালো শট ঠেকিয়ে দেন প্যারাগুয়ে গোলরক্ষক।

বিরতির পর ম্যাচের ৪৮তম মিনিটে ভাগ্য সঙ্গে থাকলে এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। কিন্তু সে সময় একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি লাউতারো মার্তিনেজ। তবে ম্যাচের ৫৭তম মিনিটে লো সেলসোর ব্যাকপাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে নিচু শটে বল জালে পাঠিয়েছিলেন মেসি। কিন্তু আক্রমণের শুরুতে একটি ফাউলের ঘটনায় ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি। এর ১৫ মিনিট পর দারুণ ফ্রি-কিকে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন মেসি। ঝাঁপিয়ে কোনোমতে দলকে বাঁচান গোলরক্ষক আন্তোনি সিলভা। বল হাতে লেগে ক্রসবার ছুঁয়ে বাইরে চলে যায়।

প্যারাগুয়ের রক্ষণে একের পর এক চাপ অবহ্যাত রাখা আর্জন্টিনা শেষ দিকেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু কোনভাবেই অতিথি শিবিরের জালমুখ আর খুলতে পারেনি। যে কারণে ঘরের মাঠে দুই ম্যাচ পর পয়েন্ট হারোনার হতাশায় পুড়তে হয়েছে মেসিদের।

ঘরের মাঠে ড্র করলেও আপাতত টেবিলের শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। এদিকে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। তিন ম্যাচে সমান ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে একুয়েডর। আর ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে প্যারাগুয়ে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩নভেম্বর, ২০২০)