দ্য রিপোর্ট প্রতিবেদক:  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো  লিমিটেড।  সপ্তাহজুড়ে কোম্পানিটির   ৪৩৯ কোটি ৪২ লাখ ৬১ হাজার টাকার লেনদেন হয়। এ অর্থের বিপরীতে কোম্পানির ৩ কোটি ২১ লাখ ৯৯ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

১৮৯কোটি ৫২ লাখ টাকার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড।এ সময়ে কোম্পানিটির ৭কোটি ৭৬লাখ ৯০ হাজার ৬৫০টি শেয়ার লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স। কোম্পানিটির ১০১ কোটি৩২লাখ ২৬ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৭ লাখ ৬২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় সেরা দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ব্রাক ব্যাংক, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, নিটল ইন্স্যুরেন্স ও নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

দ্য রিপোর্ট/এএস/১৪নভেম্বর,২০২০