দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে দুর্বৃত্তরা নাশকতা চালিয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১৪ নভেম্বর) ধানমন্ডির বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঢাকা-১৮ উপ-নির্বাচনকে কেন্দ্র করে কিছু কথোপকথন পাওয়া গেছে। এতে শোনা যায়, ফলাফল মেনে নিতে পারেনি বলেই বিএনপি এমনটি করেছে। যেখানেই তারা পরাজিত হয়েছে সেখানেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করেছে। তাদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশংসনীয়।

এদিকে, রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় এই পর্যন্ত ১৪টি মামলা ও ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রিমান্ডে নেয়া হয়েছে ২৮ জনকে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার পর মতিঝিল, বংশাল, শাহবাগ, ভাটারা ও উত্তরা থানায় মামলা করে পুলিশ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪নভেম্বর, ২০২০)