করোনায় সাবেক সাংসদ আবু হেনার মৃত্যু
দ্য রিপোর্ট প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবু হেনা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়।
আবু হেনা সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আলী হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিইও ও পরিচালক আল এমরান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা থেকে সুস্থ হলে আবু হেনাকে কেবিনে স্থানান্তর করা হয়। আজ পরপর কয়েকবার তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে আইসিইউতে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
আবু হেনা ১৯৯৬ ও ২০০১ সালে রাজশাহী-৪ বাঘমারা আসনের সংসদ সদস্য ছিলেন।
(দ্য রিপোর্ট/আরজেড/১৪নভেম্বর, ২০২০)