শিল্পকলা একাডেমির পরিচালক হলেন আফসানা মিমি
দ্য রিপোর্ট প্রতিবেদক: নব্বই দশকে টিভি নাটকে তার দাপুটে বিচরণ ছিল। সুদর্শনা এই অভিনেত্রী ছিলেন দর্শকদের পছন্দের তালিকায় প্রথম সারিতে। তিনি আফসানা মিমি। দীর্ঘ সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। গত কয়েক বছর ধরে তিনি নির্মাণেও সরব।
এবার আফসানা মিমি নতুন পরিচয়ে হাজির হলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। গত ১১ নভেম্বর চুক্তিভিত্তিক এই দায়িত্ব পান তিনি।
জানা গেছে, আগামী তিন বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপর প্রয়োজনভেদে চুক্তির মেয়াদ বাড়তে পারে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, একাডেমির ৬ জন পরিচালক নিযুক্ত থাকেন। এরমধ্যে ৩টি পদ খালি ছিল। তার একটি আফসানা মিমি চুক্তিভিত্তিক প্রকল্পের আওতায় যুক্ত হয়েছেন।
এ বিষয়ে আফসানা মিমি বলেন, ‘নাটক করেই একটি জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিলাম। আমার সমস্ত ভাবনায় নাটকের উন্নয়ন। কাজেই এই নিয়োগে সরকারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি ভীষণ খুশি।’
(দ্য রিপোর্ট/আরজেড/১৪নভেম্বর, ২০২০)