নিষিদ্ধ হচ্ছে সিগারেটের ছোট প্যাক!
যুক্তরাজ্যে এখন দু’ধরনের প্যাকেটে সিগারেট পাওয়া যায়।ছোট প্যাকে থাকে ১০টি সিগারেট। আর বড় প্যাকে সিগারেট পাওয়া যায় ২০টি। ধূমপানবিরোধীরা মনে করেন, দাম নাগালের মধ্যে হওয়ায় ১০ শলাকার ছোট প্যাকের দিকে ঝুঁকছে শিশুরা।
১০ সিগারেটের প্যাকেট সাধারণত ‘কিডি প্যাক’ নামে পরিচিত। টিনএজের ছেলেমেয়েরা তাদের হাত খরচের পয়সা দিয়ে সহজেই কিনতে পারে ছোট প্যাকেটের সিগারেট।
ছোট প্যাকেট নিষিদ্ধ হলে ধূমপায়ীদের ২০ শলাকার বড় প্যাকেট কিনতে হবে।এতে খরচ বাড়বে ৬ থেকে ৮ পাউন্ডের মতো। এতে ধূমপায়ীরা সংযত হবে।
সরকারি তথ্য মাফিক যুক্তরাজ্যের ১১ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ৪ শতাংশ সপ্তাহে একবার ধূমপান করে।ছোট প্যাক নিষিদ্ধ হলে সেটি শিশু স্বার্থে ভালো অবদান রাখবে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ধূমপায়ীদের স্বার্থরক্ষা নিয়ে প্রচারণাকারী সংগঠন দি ভয়েস এন্ড ফেন্ড অব স্মোকার ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারছেন না। তারা ভোক্তা অধিকার আইনের প্রসঙ্গ তুলে বলছে যুক্তরাজ্যের ২০ লাখ মানুষ ১০ সিগারেট আছে এমন প্যাক কেনে। ১০ সিগারেটের প্যাকেট নিষিদ্ধ হলে এই ক্রেতাদের তখন বেশি দামে ২০ সিগারেটের প্যাকেট কিনতে হবে। এতে ভোক্তাদের স্বার্থ ব্যাহত হবে।
(দিরিপোর্ট২৪ডটকম/এইচএস/এমডি/অক্টোবর০৯, ২০১৩)