বিএফইউজে’র সভাপতি পদে এম আবদুল্লাহ নির্বাচিত
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে এম আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন। শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন গাজীর চেয়ে ৯ ভোট বেশি পাওয়ায় বিএফইউজ ‘র নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করে। অন্যদিকে, নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএফইউজ‘র মহাসচিব পদে নূরুল আমিন রোকনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন ।
নির্বাচন কমিশনের সূত্রে জানা যায়, নির্বাচনে সভাপতি পদে এম আবদুল্লাহ সর্বোচ্চ ১৫৯ টি ভোট পান । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন গাজী পান ১৫০ ভোট। তবে, রুহুল আমিন গাজী পরিষদের পক্ষ থেকে নির্বাচনে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, নির্বাচনে মোট ৩১৪ জন ডেলিগেট ভোট দেন। এর মধ্যে ১৯টি ভোট বাতিল হয় । বৈধ ভোটে রুহুল আমিন গাজী ৫ ভোটে নির্বাচিত হন। কিন্তু পরবর্তীতে বাতিল ভোটগুলো অবৈধভাবে গণনা করে এম আবদুল্লাহকে বিজয়ী দেখানো হয়। পরে রুহুল আমিন গাজীর সমর্থকেরা নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়ে পুনরায় ভোট গননার দাবি জানান। এসময় প্রেসক্লাবে রুহুল আমিনের সমর্থকেরা বিক্ষোভ করেন।
নির্বাচনে সহকারী মহাসচিব পদে, নাসির আল মামুন, শফিউল আলম দোলন ও শহীদুল্লাহ মিয়াজীনির্বাচিত হয়েছেন । এছাড়া, কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক পদে খুরশীদ আলম, দফতর সম্পাদক পদে তোফায়েল হোসেন,এবং প্রচার সম্পাদক পদে মাহমুদ হাসান নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাতজন। তারা হলেন- আবদুস সেলিম, এইচ এম আলাউদ্দিন, জিয়াউর রহমান মধু, মো. আবু বক্কর, শামসুদ্দিন হারুন, মিয়া, মো. জাকির হোসেন ও একেএম মহসিন ।
এর আগে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত ১১টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
দ্য রিপোর্ট/এএস/১৫ নভেম্বর,২০২০