করোনায় আরও ২১ মৃত্যু, সুস্থ সাড়ে তিন লাখ
দ্য রিপোর্ট প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে আরও ২১ জনের নাম। সবমিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ১৯৪ জনে।
গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৮৩৮ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশে মোট শনাক্তের সংখ্যা চার লাখ ৩২ হাজার ৩৩৩।
আক্রান্তের পাশাপাশি ভাইরাসটি থেকে সুস্থতার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৬৯৩ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ ৪৯ হাজার ৫৪২ জন।
রবিবার বিকালে গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের ১১৬টি পরীক্ষাগারে ১৪ হাজার ৬০টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় এক হাজার ৮৩৮ জন।
মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী চারজন। এর মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সী দুজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন, পঞ্চাশোর্ধ চারজন এবং ষাটোর্ধ্ব ১৪ জন।
মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১৪, চট্টগ্রামে ৩, রাজশাহীতে ১, বরিশালে ১, রংপুরে ১ এবং ময়মনসিংহে একজন। বাকি দুই বিভাগে মৃত্যু নেই।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকা অনুযায়ী বিশ্বে শনাক্তের দিক থেকে বাংলাদেশের স্থান ২৪তম, আর মৃতের সংখ্যায় ৩১তম।
বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ কোটি ৩৯ লাখ পেরিয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৩ লাখ ১১ হাজারের ঘরে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে উৎপত্তি হওয়া কোভিড-১৯ ইতিমধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে ভাইরাসটি প্রথম শনাক্ত হয় ৮ মার্চ, আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।
(দ্য রিপোর্ট/আরজেড/১৫নভেম্বর, ২০২০)