ডমিনেজ স্টিলের আইপিও লটারির ড্র শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের আইপিও’র লটারির ড্র অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার ( ১৬ নভেম্বর) সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির চেয়ারম্যান লটারির ড্র অনুষ্ঠান উদ্বোধন করেন।
এর আগে, ৩০ কোটি টাকার উত্তোলনের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন আহ্বান করে। যোগ্য বিনিয়িাগকারীরা আবেদনে ব্যপক সাড়া দিলে প্রত্যাশার চেয়ে ২০গুন বেশি আবেদন জমা পড়ে। গত ১৯ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে চলে ২৫ অক্টোবর পর্যন্ত। এই সময়ে কোম্পানিটির ৩০ কোটি টাকার শেয়ারের বিপরীতে ৫৮০ কোটি টাকার বেশি আবেদন জমা পড়ে।
এর ফলে লটারির মাধ্যমে কোম্পানির শেয়ার বরাদ্দ দেওয়া হবে ।
এর আগে, আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমতি দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯.৮১ টাকা।আইপিওর অর্থদিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্টলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ বাবদ ব্যয় করবে বলে কোম্পানি সূত্রে জানা যায়।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।
দ্য রিপোর্ট/এএস/১৬ নভেম্বর/২০২০