ব্লক মার্কেটে লেনদেন ৩৭ কোটি টাকা
দ্য রিপোর্ট প্রতিবেদক: মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আর্থিক মূল্য ৩৭ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন মোট ৩১ কোম্পানির মোট ৬৪ লাখ ১৯ হাজার ৩৬৯টি শেয়ার লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন, ১৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করেব্রাক ব্যাংক লিমিটেড লেনদেনের তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে।
গ্রামীণফোন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটি এদিন ৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো । কোম্পানিটি এদিন ৪ কোটি ২২লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ল্যাম্পস, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ, দেশবন্ধু পলিমার, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, জনতা ইন্স্যুরেন্স, খুলনা পাওয়ার কোম্পানি, মুন্নু সিরামিক, ন্যাশনাল ফিড, নিটল ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স, এসওক ট্রিমস, সোনালী পেপার, স্কয়ার ফার্মা ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
দ্য রিপোর্ট/এএস/১৭ নভেম্বর/২০২০