চতুর্থ পরীক্ষায়ও স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা নেগেটিভ
দ্য রিপোর্ট প্রতিবেদক: চতর্থবারের পরীক্ষায়ও করোনা নেগেটিভ এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। এর আগেও তিনবারের পরীক্ষায় প্রথমবার মন্ত্রীর পজেটিভ এসেছিল।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, ‘মঙ্গলবার জাতীয় রোগতত্ব ও নিরাময় কেন্দ্রে (আইইডিসিআর) মন্ত্রীর করোনা পরীক্ষা করা হয়। সেখানে নেগেটিভ এসেছে। এখন তিনি বাসায় আইসলোশনে রয়েছেন। মন্ত্রী পুরোপুরি সুস্থ।’
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার মন্ত্রী ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামালউদ্দিনের করোনা পরীক্ষা করা হয় আইইডিসিআর-এ। সেখানে পজেটিভ আসে। পরে আবার দুজনের পরীক্ষা করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে। দুজনের নেগেটিভ আসে। সোমবার বেসরকারি অপর একটি হাসপাতালে পরীক্ষা করানো হলে মন্ত্রীর নেগেটিভ আসে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৮নভেম্বর, ২০২০)