করোনায় আক্রান্ত ট্রাম্পের বড় ছেলে
দ্য রিপোর্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনায় আক্রান্ত হয়েছেন। তার ব্যক্তিগত মুখপাত্র বার্তা সংস্থা সিএনএন'কে এই তথ্য জানান।
ট্রাম্পের ছেলের মুখপাত্র বলেন, ৪২ বছর বয়সী ট্রাম্প জুনিয়র চলতি সপ্তাহের শুরুর দিকে করোনায় আক্রান্ত হন। এখন তিনি কোয়ারেন্টিনে আছেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ট্রাম্প পুত্র অ্যাসিম্পটোমেটিক (উপসর্গহীন) এবং করোনা চিকিৎসার সকল নির্দেশিকা মেনে চলছেন।
এর আগে গত মাসে ট্রাম্পের ১৪ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পও করোনায় আক্রান্ত হয়েছিল। তার আগে করোনা পজিটিভি হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফাস্টলেডি মেলানিয়া ট্রাম্প।
এদিকে নতুন করে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর হোয়াইট হাউজের অন্তত চারজন উপদেষ্টা করোনায় আক্রান্ত হয়েছেন।
বিশ্বে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭২৬ জন। আর প্রাণ হারিয়েছেন ২ লাখ ৬০ হাজার ২৮৩ জন।
(দ্য রিপোর্ট/আরজেড/২১নভেম্বর, ২০২০)