শাহরুখ খান `পাঠান` ছবির ৪৫ শতাংশ লভ্যাংশ পাবে
দ্য রিপোর্ট ডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটিয়ে `পাঠান` ছবি দিয়েই পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। ১৮ নভেম্বর থেকে যশরাজের মুম্বাই স্টুডিওতে শুটিং করছেন ‘পাঠান’ ছবির।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন। খলনায়ক চরিত্রে আছেন জন আব্রাহাম।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, পাঠান ছবির জন্য শাহরুখ খান নির্দিষ্ট পরিমাণে পারিশ্রমিক নিচ্ছেন না। পারিশ্রমিক হিসেবে সিনেমাটির লভ্যাংশের ৪৫ শতাংশ পাবেন তিনি। অর্থাৎ ছবিটি মুক্তির পর এর ব্যবসায়িক সাফল্যের ওপর নির্ভর করছে কত পাবেন শাহরুখ। প্রতি ১০০ কোটি রুপি লাভে ৪৫ কোটি পাবেন তিনি।
(দ্য রিপোর্ট/আরজেড/২২নভেম্বর, ২০২০)