দ্য রিপোর্ট প্রতিবেদক: ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করার পর বল হাতেও চমক দেখিয়েছেন মেহেদী হাসান। তার অলরাউন্ড নৈপুণ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ২ রানে হারিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। মেহেদী ব্যাট হাতে ৩২ বলে ৫০ রান করেন। বল হাতে নিয়েছেন একটি উইকেট।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর দেয়া ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান করে মুশফিকুর রহিমের দল ঢাকা।

ঢাকা ব্যাটিংয়ে নেমে দলীয় ১৯ রানে ওপেনার তানজিদ হাসানকে হারায়। ১১ বলে ১৮ রান করে রান আউট হন তিনি। অপর ওপেনার ইয়াসির আলী ৮ বলে ৯ করে বিদায় নেন। ওয়ানডে নামা শেখ মেহেদী দলের রান দ্রুত এগিয়ে নেয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ১৭ বলে ২৪ রান করে রনি তালুকদারের হাতে ধরা পড়েন তিনি।

এরপর মুশফিকুর রহিম ও আকবর আলীর জুটি ভালো জমেছিল। তারা দুজনে ৭১ রানের পার্টনারশিপ গড়েন। ২৯ বলে ৩৪ রান করে ফিরে যান আকবর। ১৮তম ওভারে স্কুপ করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন মুশফিক।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪নভেম্বর, ২০২০)