লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত এএফসি বায়োটেকের
দ্য রিপোর্ট প্রতিবেদক: ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। ডিএসসি সূত্রে তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী (২০১৯-২০) বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৯৩ পয়সা। আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৮৫ পয়সা। এর আগের বছর ছিলো ১৯ টাকা ২৯ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।
দ্য রিপোর্ট/এএস/২৫ নভেম্বর,২০২০