অ্যাঙ্গেলা মের্কেলের কার্যালয়ের ফটকে গাড়ি হামলা
দ্য রিপোর্ট ডেস্ক: জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের কার্যালয়ের ফটকে গাড়ি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। বুধবার এই ঘটনার পুলিশ চালককে গ্রেপ্তার করেছে।
এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ওই গাড়ির ডানপাশে ‘বিশ্বায়নের রাজনীতি বন্ধ কর’ এবং বামপাশে ‘তোমরাই শিশু ও বৃদ্ধদের জঘন্য খুনি’ স্লোগান লেখা ছিল। গাড়ির ধাক্কায় ফটকে অবশ্য খুব বেশি ক্ষতি হয়নি। চালক মধ্যবয়সী বলে দেখা গেছে। তাকে একটি হুইলচেয়ারে বসিয়ে পুলিশ নিয়ে গেছে।
ওই সময় মের্কেল তার দপ্তরে ছিলেন কিনা তা জানা যায়নি। ঘটনার পরপর কয়েক ডজন পুলিশের গাড়ি ও অগ্নিনির্বাপন ইউনিট এলাকা ঘিরে ফেলে।
বার্লিন পুলিশ টুইটারে লিখেছে, ‘চালক ইচ্ছা করে ফটকে আঘাত করেছে কিনা আমরা তা প্রমাণের চেষ্টা করছি। তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
(দ্য রিপোর্ট/আরজেড/২৫নভেম্বর, ২০২০)