ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু
বাগেরহাট প্রতিনিধি: অধিবাসের মধ্য দিয় শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসবের আনুষ্ঠানিকতা। বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী এই রাস উৎসব।
শনিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে যুগল পূর্তিমা দর্শনের মাধ্যমে এ রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় শাঁখ বাজিয়ে, উলু ধ্বনি এবং নাম কির্তনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
পঞ্জিকা মতে আজ রোববার দুপুর ১টা ৫৪ মিনিটে শুরু হবে পূর্ণিমা। থাকবে পরদিন সোমবার বিকাল তিনটা পর্যন্ত।
এ বছর কোনো মেলার আয়োজন থাকছে না। ধর্মীয় রীতি মেনে শুধু পূজা-অর্চনা আর পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। আর তাতে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই অংশ নিতে পারবেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রাস পূর্ণিমার তিথিতে প্রায় দুই শ বছর ধরে সাগর মোহনা দুবলার চরে ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। রাতভর পূজা-অর্চনা শেষে পরের দিন ভোরে সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয় রাস উৎসব। করোনা মহামারির কারণে এবার এই আয়োজনে সীমাবদ্ধতা আনা হয়েছে। গত বছর ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দুবলার চরে রাস উৎসব হয়নি।
জানা গেছে, লোকালয় থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে দুবলার চরের আলোরকোলে প্রতিবছরের এই আয়োজনে হিন্দুদের পাশাপাশি অন্যান্য ধর্মের উল্লেখযোগ্যসংখ্যক মানুষের আগমন ঘটে। উৎসব ঘিরে মেলার আয়োজন হতো। কিন্তু এবার নো-মাস্ক নো এন্ট্রি বাস্তবায়ন করা হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে। ২০ নভেম্বর থেকে সুন্দরবন অভ্যন্তরে জেলেদের ১১ দিনের জন্য পাস দেয়া বন্ধ রাখা হয়েছে।
সুন্দরবন বিভাগ জানায়, নির্ধারিত পাঁচটি রুট দিয়ে শুধু পুণ্যার্থীরা দুবলার চরে আসা-যাওয়া করতে পারবে। সরকারি রাজস্ব জমা দেওয়ার পর হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীরা বন বিভাগ থেকে পাস নিয়ে আজ শনিবার ওই সব রুট দিয়ে রওনা হবেন।
(দ্য রিপোর্ট/আরজেড/২৯নভেম্বর, ২০২০)