দ্য রিপোর্ট প্রতিবেদক: সূচকের উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেষ কার্যদিবস বৃহস্পতিবারের লেনদেন।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

এদিন দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৩২পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭১৯ পয়েন্টে। আলোচ্য সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছেপ্রায় ৪০০ কোটি টাকার শেয়ার ও ইউনিট।

এ পর্যন্ত ডিএসইতে ৩৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৩ টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে দশমিক ৮৩টির।

দ্য রিপোর্ট/এএস/৩ ডিসেম্বর/২০২০