দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের চলচ্চিত্র সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রতি বছর রাষ্ট্রের পক্ষ থেকে চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীদের এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

এবার ঘোষণা করা হয়েছে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা। বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তালিকাটি প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারা কোন ক্যাটাগরিতে মর্যাদাসম্পন্ন এই পুরস্কার জিতলেন…

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০:

আজীবন সম্মাননা: মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনুর আক্তার সুচন্দা

শ্রেষ্ঠ চলচ্চিত্র: ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ‘নারী জীবন’

শ্রেষ্ঠ্য প্রামাণ্য চলচ্চিত্র: ‘যা ছিলো অন্ধকারে’

শ্রেষ্ঠ পরিচালক: তানিম রহমান অংশু (ন ডরাই)

শ্রেষ্ঠ অভিনেতা- প্রধান চরিত্রে: তারিক আনাম খান (আবার বসন্ত)

শ্রেষ্ঠ অভিনেত্রী- প্রধান চরিত্রে: সুনেরাহ বিনতে কামাল (ন ডরাই)

শ্রেষ্ঠ অভিনেতা- পার্শ্ব চরিত্রে: ফজলুর রহমান বাবু (ফাগুন হাওয়ায়)

শ্রেষ্ঠ অভিনেত্রী- পার্শ্ব চরিত্রে: নারগিস আক্তার (মায়া: দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ অভিনেতা- খল চরিত্রে: জাহিদ হাসান (সাপলুডু)

শ্রেষ্ঠ শিশুশিল্পী- নাইমুর রহমান আপন (কালো মেঘের ভেলা) ও আফরীন আক্তার (যদি একদিন)

শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক: মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন (মায়া: দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক: হাবিবুর রহমান (মনের মতো মানুষ পাইলাম না)

শ্রেষ্ঠ গায়ক: মৃনাল কান্তি দাস (চুমি চাইয়া দেখো- শাটল ট্রেন)

শ্রেষ্ঠ গায়িকা: মমতাজ বেগম- বাড়ির ওই পূর্ব ধারে ও ঐশী- মায়া রে (মায়া: দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ গীতিকার: নির্মলেন্দু গুণ (ইস্টিশনে জন্ম আমার- কালো মেঘের ভেলা) ও কবি কামাল চৌধুরী (চল হে বন্ধু চল- মায়া: দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ সুরকার: প্লাবন কোরেশী- বাড়ির ওই পূর্বধারে ও তানভীর তারেক- আমার মায়ের আঁচল (মায়া: দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ কাহিনীকার: মাসুদ পথিক (মায়া: দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: মাহবুব উর রহমান (ন ডরাই)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: জাকির হোসেন রাজু (মনের মতো মানুষ পাইলাম না)

শ্রেষ্ঠ সম্পাদক: জুনায়েদ আহমদ হালিম (মায়া: দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: মোহাম্মদ রহমত উল্লাহ বসু ও ফরিদ আহমেদ (মনের মতো মানুষ পাইলাম না)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: সুমন কুমার সরকার (ন ডরাই)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ (ন ডরাই)

শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা: খোন্দকার সাজিয়া আফরিন (ফাগুন হাওয়ায়)

শ্রেষ্ঠ মেকআপম্যান: মোঃ রাজু (মায়া: দ্য লস্ট মাদার)

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ডিসেম্বর, ২০২০)