শ্রেষ্ঠ ছবি ‘ফাগুন হাওয়ায়’ ও ‘ন ডরাই’
দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ ঘোষণা করা হয়েছে। এতে শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয়েছে যৌথভাবে ‘ফাগুন হাওয়ায়’ ও ‘ন ডরাই’।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছে তথ্য মন্ত্রণালয় ।
গেল বছর ফেব্রুয়ারিতে দেশব্যাপী ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’, একই বছরে মুক্তি পায় তানিম রহমান অংশু পরিচালিত ছবি ‘ন ডরাই’।
‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও অভিনয় করেছেন বলিউডের যশপাল শর্মা, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, রওনক হাসান, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ ও নুসরাত জেরীসহ অনেকে।
এদিকে গত বছরের ২৯ নভেম্বর মুক্তি পাওয়া ‘ন ডরাই’ সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। কক্সবাজারের এক তরুণ নারী সার্ফারের বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল। আরও আছেন- সাঈদ বাবু, শরীফুল রাজসহ অনেকে।
চলতি বছর ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে জুরি বোর্ড গঠন করে সরকার। গঠিত বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করেন। তারই ভিত্তিতে নাম ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের নাম ।
(দ্য রিপোর্ট/আরজেড/০৩ডিসেম্বর, ২০২০)