বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাশে গুলিবর্ষণ করে কালো পতাকা বেঁধে দিলো দুর্বৃত্তরা
কুষ্টিয়া প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর শনিবার সন্ধ্যায় পুলিশের সামনে ভাস্কর্যের পাশে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় একটি ‘নোহা’ গাড়িতে আসা অজ্ঞাত ব্যক্তিরা ভাস্কর্যের পাশে থাকা একটি বাঁশের সাথে কালো পতাকা বেঁধে দিয়ে গেছে। এই ঘটনায় শহরজুড়ে সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় পুলিশ ঘটনাস্থলে দায়িত্বরত অবস্থায়ই ছিলো। তবে এই ঘটনায় প্রত্যক্ষদর্শী আশেপাশের কেউই মুখ খোলেননি। তবে ঘটনার বর্ণনা দিয়ে একজন প্রত্যক্ষদর্শী জানান, একটি গাড়িতে দুইজন ব্যক্তি ভাস্কর্যের পাশে এসে গাড়ি থেকে নেমে দুই রাউন্ড ফাঁকা গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনাস্থলে আসা খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম জানিয়েছেন, স্বাধীনতা বিরোধীরা এই কাজ করে থাকতে পারে। তারা এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে থাকতে পারে। পুলিশ সতর্ক অবস্থানে আছে। কোন ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
(দ্য রিপোর্ট/আরজেড/০৬ডিসেম্বর, ২০২০)