দ্য রিপোর্ট প্রতিবেদক: বাণিজ্য সহযোগিতা আরো বাড়াতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই করলো বাংলাদেশ ও ভুটান। ভার্চুয়াল প্লাটফর্মে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থিম্পু থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। এই চুক্তির ফলে দু’দেশ শুল্কমুক্ত ভাবে বাণিজ্য করতে পারবে। ভুটান বাংলাদেশের সব বন্দর ব্যবহার করতে পারবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ভুটান। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। দিনটি উদযাপন উপলক্ষে একটি লোগো উদ্বোধন করা হয় অনুষ্ঠানে।

ভুটান ও বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তির দিনেই দুদেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর হলো। আজ (রোববার) ভার্চুয়াল প্লাটফর্মে ঢাকায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থিম্পু থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। এর ফলে দু’দেশ শুল্কমুক্তভাবে বাণিজ্য করতে পারবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রথম স্বীকৃতি পাওয়ার আনন্দ কোন ভাষায়ই বোঝানো সম্ভব নয়, বাংলাদেশের জন্য এই দিনটি এবং বন্ধুরাষ্ট্র ভুটান অনেক গুরুত্বপূর্ণ।

চট্রগ্রাম, মোংলা ও পায়রা তিনটি সমুদ্রবন্দর ছাড়াও সৈয়দপুর এয়ারপোর্ট এবং চিলাহাটি রেল পথ ভুটানের জন্য খোলা থাকবে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, এই চুক্তি আগামী ৫০ বছর ভুটান ও বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধি বয়ে আনবে।

অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং বাংলাদেশের অতিমারি করোনা মোকাবেলার প্রশংসা করেন।

এর আগে ভুটান এর সাথে বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ডিসেম্বর, ২০২০)