লটারি জিতে মাশরাফিকে পেলো জেমকন খুলনা
দ্য রিপোর্ট প্রতিবেদক: সব জল্পনা-কল্পনা শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দল পেলেন মাশরাফি। সাবেক এই অধিনায়ককে পেতে আগ্রহী ছিল চার দল। একাধিক দল আগ্রহ প্রকাশ করায় লটারির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে মাশরাফির দল প্রাপ্তি। লটারি ভাগ্যে জিতে মাশরাফিকে পেয়েছে জেমকন খুলনা।
এমনিতেই মাহমুদউল্লাহ-সাকিবকে নিয়ে দারুণ দল গড়েছে খুলনা। লটারিতে মাশরাফিকে পেয়ে যেন সব আলো জেমকন খুলনার দিকেই পড়েছে। আজ (রবিবার) সন্ধ্যায় লটারির মাধ্যমে মাশরাফিকে পেয়েছে খুলনা।
লটারিতে অংশ নিয়েছিল চার দল- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। এই চার দলের মধ্যে খুলনা লটারি জিতে পেয়েছে মাশরাফিকে।
সাবেক অধিনায়ক সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত মার্চে। ওই সিরিজেই ওয়ানডের অধিনায়কত্বকে বিদায় দিয়েছিলেন। এরপর মার্চে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে একটি ম্যাচ খেলেছিলেন। এতদিন যেটি ছিল মাশরাফির প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ। কুড়ি ওভারের ম্যাচ হিসেব করলে মাশরাফির শেষ ম্যাচ বঙ্গবন্ধু বিপিএলে। চলতি বছর জানুয়ারিতে ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল খেলেছিলেন তিনি। ওই টুর্নামেন্টে ১৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন সাবেক এই অধিনায়ক।
গত অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্টস কাপে খেলার সম্ভাবনা ছিল মাশরাফির। কিন্তু ১৮ অক্টোবর মিরপুরের সিটি ক্লাব মাঠে রানিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। সেই চোট কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফেরার সম্ভাবনা ছিল। কিন্তু ইনজুরির কারণে প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না।
রবিবার মিরপুরের ইনডোরে বিপ টেস্ট দিয়েছেন মাশরাফি। টেস্টে উতরে গিয়ে টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করেছেন। এখন অপেক্ষা করোনা পরীক্ষার ফল পাওয়ার। আজ নমুনা দিয়েছেন, রাতে ফলাফল পেলেই সোমবার খুলনা ক্যাম্পে যোগ দেবেন সাবেক এই অধিনায়ক।
(দ্য রিপোর্ট/আরজেড/০৬ডিসেম্বর, ২০২০)