দ্য রিপোর্ট প্রতিবেদক: এ যেন রীতিমত তাণ্ডব। চার-ছক্কার ফুলঝুরিতে উথালপাতাল স্কোরবোর্ড। দম ফেলানোর নেই ফুরসত। ২২ গজে বল যেরকমই হোক না কেন নাজমুল হোসেন শান্ত বল উড়াবেন সীমানায়।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা তার জন্য হয়ে উঠল বাউন্ডারির গালিচা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে (স্পন্সরড বাই ওয়ালটন) সেঞ্চুরি ছিল অধরা। বড় রান আসছিল কালেভাদ্রে।

সেঞ্চুরির অপেক্ষা দূর করলেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক। প্রতিপক্ষ ফরচুন বরিশাল।
ছক্কা বৃষ্টিতে তিন অঙ্কের মাইলফলক ছুঁলেন বাঁহাতি ওপেনার। ৫২ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি পেয়েছেন শান্ত। তবে একটুর জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়তে পারেননি। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে তামিম সেঞ্চুরি পেয়েছিলেন ৫০ বলে। শান্ত বঙ্গবন্ধু বিপিএলে সেঞ্চুরি পেয়েছিলেন ৫১ বলে। এবার দ্বিতীয় সেঞ্চুরি পেলেন ১ বল বেশি খেলে।

পেসার তাসকিন আহমেদের লেন্থ বল লং অফ দিয়ে সীমানায় পাঠিয়ে ৯৬ থেকে ১০২ রানে পৌঁছান শান্ত। সেঞ্চুরিতে পৌঁছতে শান্ত হাঁকান ১০ ছক্কা। চার মারেন মাত্র ৪টি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ডিসেম্বর, ২০২০)