তিন কোম্পানির ৬ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় বিএসইসি
দ্য রিপোর্ট প্রতিবেদক: শুনানিতে উপস্থিত না হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির এমডিসহ ৬ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়,আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আজিমুল ইসলাম,ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যান তাসবিরুল আহমেদ চৌধুরী, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের এমডি মোহাম্মদ আলী এবং ইমান বাটনের তিন পরিচালক- জেবুননেসা আক্তার, হামিদা বেগম এবং লোকমান চৌধুরীর স্ব স্ব কোম্পানির স্বতন্ত্রভাবেন্যূনতম দুই শতাংশ শেয়ার এবং সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশ শেয়ার নেই। এই অবস্থায় তাদেরকে শুনানিতে ডাকা হলে তারা শুনানিতে না আসায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে কমিশন। এরই অংশ হিসেবেআইনগত ব্যবস্থা নেওয়ারআগে তারা যেন দেশ ত্যাগ করতে না পারে সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই মধ্যে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৬ ডিসেম্বর বিএসইসি পরিচালক রিপন কুমার দেবনাথ স্বাক্ষরিত একটি চিঠি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘তিন কোম্পানির এমডি-চেয়ারম্যানসহ ছয় পরিচালক পুঁজিবাজার থেকে বিভিন্ন সময়ে আইপিও, আরপিও, রাইট শেয়ারের মাধ্যমে অর্থ উত্তোলন করেছেন এবং সেকেন্ডারি মার্কেটে তারা বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছেন।এর মাধ্যমে তারা কমিশনের বিভিন্ন আইন লঙ্ঘন করেছেন।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিএসইসি বিভিন্ন সময়ে ব্যাখা দেয়ার জন্য তাদের কমিশনে ডাকে। কিন্তু তারা কমিশনে উপস্থিত হননি অথবা ব্যাখা দিতে অসমর্থ হয়েছেন। তাছাড়া বিভিন্ন কারণে কমিশন মনে করে তারা অচিরেই দেশত্যাগ করতে পারেন।
এ পরিস্থিতিতে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ছয় পরিচালক সম্পর্কে বিএসইসি থেকে পরবর্তী তথ্য না দেয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ করা হলো’।
দ্য রিপোর্ট/এএস/৯ ডিসেম্বর,২০২০