দ্য রিপোর্ট প্রতিবেদক: পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৪টার দিকে উর্দুরোডের চার তলা ‘নোয়াখালী ভবনে’র ওই প্লাস্টিক কারখানাটিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান অগ্নিকাণ্ডের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। চারতলা ভবনটিতে প্লাস্টিক কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস জানায়।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ডিসেম্বর, ২০২০)