এবার ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ইসরায়েল
দ্য রিপোর্ট ডেস্ক: বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।
শনিবার রাতে নয়া দিল্লিতে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা ও ভুটানের রাষ্ট্রদূত ভেতসপ নামগায়েল এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন।
দুই দেশের মধ্যে সরকারি সম্পর্ক প্রতিষ্ঠা এবং জেরুজালেম ও থিম্পুতে প্রতিনিধি পাঠানোর ব্যাপারে গত বছর গোপনে আলোচনা শুরু করে ইসরায়েল ও ভুটান।
ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা দুই দেশের এই সম্পর্ক প্রতিষ্ঠাকে ‘উত্তেজনাপূর্ণ ... বিনয়ী, তবে অনেক বেশি বিশেষায়িত’ বলে মন্তব্য করেছেন।
গত অগাস্টের পর থেকে এ পর্যন্ত চারটি মুসলিম দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির আলোকে এই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়। তবে ভুটানের সঙ্গে এই সম্পর্ক স্থাপন আব্রাহাম চুক্তির আওতায় নয়।
(দ্য রিপোর্ট/আরজেড/১৩ডিসেম্বর, ২০২০)