করোনায় আক্রান্ত ঈশিকা খান

দ্য রিপোর্ট ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈশিকা খান দীর্ঘদিন ধরেই রয়েছেন অভিনয়ের বাইরে। স্বামী, সংসার ও সন্তান- এই তিন ‘স’-তেই আবদ্ধ রেখেছেন নিজেকে। গেলো ৪ বছর আগে বিয়ে করে বর্তমানে স্বামীর সাথে লন্ডনে রয়েছেন তিনি।
এবার জানা গেলো, সেখানেই করোনায় আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। ঈশিকার সাথে তার স্বামীও একই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তবে তাদের দুই সন্তানের রিপোর্ট নেগেটিভ এসেছে। গত ১০ ডিসেম্বর সপরিবারে করোনা টেস্ট করেছিলেন। সম্প্রতি পরীক্ষার ফ্রিপোর্ট জানতে পারেন তিনি।
ঈশিকা বলেন, ‘আমরা প্রপার গাইডলাইন অনুসরণ করার চেষ্টা করছি। এখন বাসাতেই কোয়ারেন্টিনে আছি। আমাদের কাছের কিছু মানুষের করোনা পজিটিভ এসেছিল। এরপর আমাদের মধ্যে কিছু উপসর্গ দেখা দিলে বাচ্চাসহ আমরা সবাই করোনা টেস্ট করেছিলাম। সুখবর হলো আমাদের দুই ছেলে করোনামুক্ত আছে।’
২০১৬ সালে ব্যবসায়ী কায়সার খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঈশিকা। বিয়ের পরই লন্ডনে উড়াল দেন তিনি। বর্তমানে তিনি দুই সন্তানের জননী। বড় ছেলে কেয়ান এবং ছোট ছেলে আমির।
(দ্য রিপোর্ট/আরজেড/১৩ডিসেম্বর, ২০২০)