দ্য রিপোর্ট প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘গতকাল (১৩ ডিসেম্বর) পর্যন্ত আমরা ১২২২ জন বুদ্ধিজীবীর একটি তালিকা প্রকাশ করেছি। আমরা আরও খতিয়ে দেখছি। যারা বাদ পড়েছেন তাদের নিয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।’

সোমবার সকালে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, ‘গতকাল পর্যন্ত ১২২২ জন বুদ্ধিজীবীর একটি তালিকা করা হয়েছে। এই তালিকাই শেষ না। দেশব্যাপী আরও যারা আছেন সেগুলো সংগ্রহ করা হচ্ছে। আমরা আশা করছি আগামী ২৬ মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবো।’

প্রসঙ্গত, সরকার প্রাথমিকভাবে এক হাজার ২২২ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা অনুমোদন করেছে। রবিবার শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভায় এ তালিকা অনুমোদন দেয়া হয়। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ডিসেম্বর, ২০২০)