দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকলেই যে কোন বিনিয়োগকারী প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পাবেন। রোববার (১৩ ডিসেম্বর)  পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)  আইপিও সংক্রান্ত গঠিত কমিটির প্রথম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিএসইসির পরিচালক মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএসই, সিএসই ও সিডিবিএলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় মনসুর রহমান বলেন, আইপিও প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। এখন থেকে সুপারিশে লট ব্যবস্থা বাতিল করে সবার জন্য শেয়ার বরাদ্দের ব্যবস্থা থাকছে। অর্থ্যাৎ,কোন কোম্পানি যদি ১ কোটি শেয়ার বাজারে ছাড়ে এবং এক্ষেত্রে যদি৩০ লাখ আবেদন জমা পড়ে তাহলে ১ কোটি শেয়ার ৩০ লাখ বিনিয়োগকারীর মধ্যে সমবণ্টন করা হবে। এক্ষেত্রে বিনিয়োগকারী যদি ৫ হাজার শেয়ারের জন্য আবেদন করেন তাহলে তিনি যে সংখ্যাক শেয়ার পাবেন সে পরিমাণ টাকা ব্রোকার হাউজ কেটে বাকিটা ফেরত দেবে।মোট আবেদনকারী অনুযায়ী শেয়ার বরাদ্দ দিয়ে বাকি টাকা বিনিয়োগকারীর বিও একাউন্টে ফেরত দেওয়া হবে।

সাবসস্ক্রিপশনের পর লেনদেন শুরু হতে বর্তমানে ৪৫ দিন সময় লাগে। সভায় সেটি২৫ দিনে নামিয়ে আনার সুপারিশ করা হয়।

দ্য রিপোর্ট/এএস/১৪ ডিসেম্বর,২০২০