দ্য রিপোর্ট প্রতিবেদক: মূল্য  সূচকের উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) সোমবারের লেনদেন।  এদিন সূচক বাড়লেও টাকার অংকে কমছে লেনদেনর পরিমান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১৪৭ পয়েন্টে। যা এ বছরের সর্বোচ্চ। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে আজ দিনভর ৯৭৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটলেনদেন হয়েছে যা আগের দিন থেকে ২৪ কোটি ৪ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৩ কোটি ৩৮ লাখ টাকার।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মোট ৩৫৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২২টির, দর কমেছে ১৬৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

অপর শেয়ারবাজারচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই১০৭ পয়েন্ট বেড়েছে। সিএসইতে মোট ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, দর কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।লেনদেন হয়েছে ৭৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার।

দ্য রিপোার্ট/এএস/১৪ ডিসেম্বর,২০২০