দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতের জাতীয় সংগীতে বদল চেয়ে পহেলা ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন রাজ্যসভার বিজেপি সংসদ সদস্য সুব্রহ্মণ্যম স্বামী। চিঠির প্রাপ্তিস্বীকার করেছেন মোদী। আর তা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।

এমনিতে রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা নিয়ে বিভিন্ন মহলে নানা সময়ে আপত্তির কথা শোনা গেছে। এমনকি মোদী ক্ষমতায় আসার পরে সঙ্ঘের শিক্ষা সেলের নেতা দীননাথ বাত্রা এনসিইআরটি’র পাঠ্যক্রম থেকে রবীন্দ্রনাথের লেখা বাদ দেয়ার সুপারিশও করেছেন।

মোদী অবশ্য বাংলার বিধানসভা ভোটের দিকে তাকিয়ে গত দু’বছরে নানা সময় রবীন্দ্রনাথের নানা কবিতা আবৃত্তি করেছেন। তার দলের অন্য নেতারাও ইদানিং বাংলায় এলে রবীন্দ্রনাথকে উদ্ধৃত করতে ছাড়েন না। এই অবস্থায় সুব্রহ্মণ্যম স্বামীর টুইট নতুন বিতর্ক উস্কে দিল।

প্রসঙ্গত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার জাতীয় সংগীতের রচয়িতা। বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর ভারতের জাতীয় সংগীত, জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা/ পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ডিসেম্বর, ২০২০)