দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানের কাবুলে আবারও বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবারে হওয়া এই হামলায় কাবুলের ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মহেবী নিহত হয়েছেন। এই নিয়ে এক মাসের ব্যবধানে চতুর্থ বারের মতো বোমা হামলার ঘটনা ঘটল অঞ্চলটিতে। খবর রয়টার্সের।

কাবুলের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত হামলাকারীরা মাহবুবুল্লাহর গাড়ির সঙ্গে একটি স্টিকি বোমা যুক্ত করে দিয়েছিলেন। যেটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। বিস্ফোরণের সময় ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ তার নিরাপত্তারক্ষীদের নিয়ে ভ্রমণ করছিলেন। এ ঘটনায় তার দুই নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন। তবে এই হামলায় দায় এখনও কোনো জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি।

এই হামলায় তিন আগে গেল ১২ নভেম্বর কাবুলের বিমানবন্দরকে লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলা চালানো হয়। যেই হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়।

এর আগে গেল ৩ নভেম্বর কাবুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালায় একদল বন্দুকধারী। হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়। নিহতের অধিকাংশই শিক্ষার্থী। এই বর্বর হামলার কিছুদিন যেতে না যেতেই ২১ নভেম্বর কাবুলে দফায় দফায় রকেট হামলায় আরো কমপক্ষে ৮ বেসামরিক নাগরিক নিহত হন।

এদিকে আফগান শান্তি আলোচনা কাতার থেকে আফগানিস্তানে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি বলেছেন, পরবর্তী দফার যেন আলোচনা আফগানিস্তানের কোনো স্থানে অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ডিসেম্বর, ২০২০)