বন্ডের মাধ্যমে ৪০০ কোটি টাকা সংগ্রহ করবে আইসিবি
দ্য রিপোর্ট প্রতিবেদক: বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৪শ কোটি টাকা সংগ্রহ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অনুষ্ঠিত ৭৫৩তম সভায় কমিশন ব্যাংকটিকে এই অনুমোদন দেয়। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে,বন্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।কুপনযুক্ত এই বন্ডের সুদের হার থাকবে ৮ থেকে ১০ শতাংশের মধ্যে। বন্ডটির কোনো মেয়াদ থাবে না। অর্থ্যাৎ এটিহবে মেয়াদহীন (Perpetual)।বন্ডটি আনসিকিউরিড, কন্ডিশনাল-কনভার্টেবল ও ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড অর্থাৎএই বন্ডের বিপরীতে কোনো জামানত রাখা নেই, এটি শর্তে শেয়ারে রূপান্তরযোগ্য নয়।
বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমেব্যাংক,করপোরেট প্রতিষ্ঠান, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড,স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তি,মার্চেন্ট ব্যাংক,অনিবাসী বাংলাদেশী ওঅ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মধ্যে এই বন্ড বরাদ্দ দেওয়া হবে।
এই বন্ডেরট্রাস্টি হিসেবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবংলিড অ্যারেঞ্জার হিসেবে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড দায়িত্ব পালন করছে।
দ্য রিপোর্ট/এএস/১৫ ডিসেম্বর,২০২০