দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারতের নির্বাচনে যুক্ত হতে যাচ্ছে অভিনব ‘নোটা’ পদ্ধতি। কোনো প্রার্থীকে পছন্দ না হলে ভোটাররা এবার ব্যালট পেপার বা ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে তা জানাতে পারবেন। খবর বিবিসি বাংলার।

এই পদ্ধতিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে থাকবে এক বিশেষ ধরনের বোতাম যার নাম ‘নোটা’ বা ‘নান অব দ্য অ্যাবাভ’। এই বোতাম বা ঘরে ভোট দেওয়া মানে ওপরের প্রার্থীদের মধ্যে কেউই আমার পছন্দের নয়।

দেশটির সর্বোচ্চ আদালতের এক নির্দেশের পর ভারতের সকল রাজ্যে ও সংসদীয় নির্বাচনে এটা চালু করা বাধ্যতামূলক হয়েছে।

‘নোটা’ পদ্ধতির পথম প্রয়োগ হতে যাচ্ছে সোমবার ছত্তিশগড় রাজ্যের বিধানসভা নির্বাচনে।

প্রসঙ্গত, এতদিন ভারতের নির্বাচনে ভোটারদের প্রার্থী পছন্দ না হলে ভোট না দিয়ে ঘরে বসে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। নতুন এ পদ্ধতির ফলে প্রার্থীর বিরুদ্ধে এক ধরনের সংকেতও পৌঁছে দিতে পারবেন ভোটাররা।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১০, ২০১৩)