৩ জানুয়ারী লাভেলো আইসক্রিমের আইপিও আবেদন শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক: আইপিও’র আবেদনপত্র ও টাকা জমা নেওয়ার (Subscription) সময়সূচি ঘোষণা করেছে তৌফিকা ফুডস অ্যান্ড এ্গ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ( লাভেলো আইসক্রিম)। আগামী ৩ জানুয়ারি আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও)মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ মেশিনারিজ ও ইকুইপমেন্ট ক্রয়,ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ মেটাতে ব্যয় করা হবে। ফিক্সডপ্রাইস পদ্ধতির আইপিওর আওতায় অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।
জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ১০ টাকা ৫ পয়সা। ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’১৯-সেপ্টেম্বর’১৯)ইপিএস ছিল ১ টাকা ২০ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর,২০১৯ তারিখে লাভেলো আইসক্রিমের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস)ছিল ১২ টাকা ১৭ পয়সা।
দ্য রিপোর্ট/এএস/১৭ ডিসেম্বর,২০২০