দ্য রিপোর্ট ডেস্ক: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে যে, পরীক্ষার পর তিনি করোনা পজিটিভ বলে ফলাফলে জানা গেছে।

বিবৃতিতে এলিসি প্যালেস জানায়, কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেয়ার পর টেস্ট করানো হয় ৪২ বছর বয়সী প্রেসিডেন্টের। আগামী সাত দিন তিনি আইসোলেশনে থাকবেন।

এক কর্মকর্তা জানান, মি. ম্যাক্রোঁ এখনও দেশ পরিচালনার "প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন" এবং তিনি আইসোলেশনে থেকেই কাজ করবেন।

এ সপ্তাহে ফ্রান্সে সংক্রমণের হার কমিয়ে আনতে রাতে কারফিউ জারি হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ডিসেম্বর, ২০২০)