পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় অটোভ্যানে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে ভাঙ্গুড়া-ফরিদপুর সড়কের রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ইমরান (১৭) ও ইমন (১৫) এবং তাদের চাচাতো বোন একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছুম্মা খাতুন (১২)। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহত ছুম্মার বোন নুপুরকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় কলেজ শিক্ষক আব্দুর রহিম বলেন, ‘চরভাঙ্গুড়া গ্রাম থেকে একই পরিবারের চারজন একটি অটোভ্যানে করে পার্শ্ববর্তী হাটখোলা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। ভ্যানটি রাঙ্গালিয়া লিংক রোডে উঠলে সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে পাবনার টেবুনিয়া অভিমুখে ছেড়ে আসা একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইসহ তাদের এক বোন মারা যায়।’

‘গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক এবং নিহত ছুম্মার বোন নুপুরকে ভাঙ্গড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালককে মৃত ঘোষণা করেন। আর নপুরের অবস্থা খারাপ হাওয়ায় রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।’

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

ওসি আনোয়ার বলেন, ‘দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ ডিসেম্বর, ২০২০)