রিয়াদের হাফ সেঞ্চুরিতে খুলনার পুঁজি ১৫৫
দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুক্রবার ফাইনাল ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করেছে জেমকন খুলনা। দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৪৮ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭০ রান করে অপরাজিত থাকেন।
চট্টগ্রামের বোলারদের মধ্যে নাহিদুল ইসলাম ২টি, শরিফুল ইসলাম ২টি, মোসাদ্দেক হোসেন ১টি ও মোস্তাফিজুর রহমান ১টি করে উইকেট শিকার করেন।
ইনিংসের প্রথম বলেই ফিরেন জহুরুল ইসলাম। নাহিদুলের বল উড়িয়ে মারতে গিয়ে মিড-অফে মোসাদ্দেকের হাতে ক্যাচ হয়েন তিনি। তৃতীয় ওভারে ইমরুলও নাহিদুলের শিকার হয়েছেন। লং অফে সৌম্য সরকারের হাতে ক্যাচ হন তিনি। ৮ বলে ৮ রান করেন ইমরুল।
জাকির হাসান দারুণ খেলছিলেন। দলীয় ৪৩ রানে মোসাদ্দেকের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ হন তিনি। ২০ বলে ২৫ রান করেন তিনি। পরে ৪০ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল হক। দলীয় ৮৩ রানে শরিফুলের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন আরিফুল। ২৩ বল খেলে তিনি করেন ২১ রান।
১৬তম ওভারে লং লেগে মোস্তাফিজের হাতে ক্যাচ হন শুভাগত হোম। ১২ বলে ১৫ রান করেন তিনি। পরে ওভারে রান আউট হন শামীম হোসেন। ১ বল খেলে কোনো রান করতে পারেননি। পরে মাশরাফি নেমে ৬ বলে ৫ রান করে মোস্তাফিজের শিকার হন। শেষ দিকে রিয়াদ ঝোড়ো ব্যাটিং করে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন।
এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি চট্টগ্রাম। তবে, খুলনার একাদশে একটি পরিবর্তন এসেছে। পারিবারিক কারণে এই ম্যাচে নেই খুলনার হয়ে খেলা সাকিব আল হাসান। একাদশে তার পরিবর্তে জায়গা পেয়েছেন পেসার শহীদুল ইসলাম।
টুর্নামেন্টে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল খুলনা। আর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম। এই টুর্নামেন্টে খুলনা ও চট্টগ্রামের মধ্যে এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে। এর মধ্যে খুলনা জয় পায় এক ম্যাচে। চট্টগ্রাম জয় পায় দুই ম্যাচে।
সংক্ষিপ্ত স্কোর
জেমকন খুলনা: ১৫৫/৭ (২০ ওভার)
(জহুরুল ০, জাকির ২৫, ইমরুল ৮, আরিফুল ২১, মাহমুদউল্লাহ ৭০*, শুভাগত ১৫, শামীম ০, মাশরাফি ৫, শহীদুল ১*; নাহিদুল ২/১৯, শরিফুল ২/৩৩, রাকিবুল ০/১৯, মোসাদ্দেক ১/২০, মোস্তাফিজ ১/২৪, সৌম্য ০/৩৯)।
(দ্য রিপোর্ট/আরজেড/১৮ ডিসেম্বর, ২০২০)