দিরিপোর্ট২৪ ডেস্ক: নেপালের পূর্বাঞ্চলে একটি রাজনৈতিক দলের নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণে ৫ জন আহত হয়েছে। দেশটির পুলিশ রবিবার জানিয়েছে, কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউনাইটেড মার্ক্সিস্ট-লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল) দলের নির্বাচনী সমাবেশে এই হামলার ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।


শনিবার তাপলেজিং জেলার খোকলিঙ্গ গ্রামে ওই বোমা হামলার ঘটনায় আহতদের মধ্যে তিন নারীসহ ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য তাপলেজিং জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



কোন গ্রুপই এই হামলার দায় স্বীকার করেনি। দলটির একজন নেতা তারা লিম্বু বলেন, দুজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা ওই হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে। লিম্বু বলেন, এই দুই জনের মধ্যে একজনকে মঞ্চ লক্ষ্য করে বোমা ছুড়তে দেখা গেছে। তবে হামলার পরপরই ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নেপালের পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী সন্দেহভাজনদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।


নেপালে ঐতিহাসিক পার্লামেন্ট নির্বাচনের ১০ দিন বাকি থাকতে এই হামলার ঘটনা ঘটল।


(দিরিপোর্ট২৪/আদসি/এমডি/নভেম্বর ১০, ২০১৩)